ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে ৭০ দিনেও মাদ্রাসা ছাত্রীর সন্ধান মেলেনি

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২২ আগস্ট ২০২৫  
মাদারীপুরে ৭০ দিনেও মাদ্রাসা ছাত্রীর সন্ধান মেলেনি

নাছিমা

মাদারীপুরের কালকিনি উপজেলায় নিখোঁজের ৭০ দিন পরও মাদ্রাসা ছাত্রী নাছিমার (৮) সন্ধান মেলেনি। 

কালকিনি পৌর এলাকার কাশিমপুর গ্রামের নাসির মৃধার মাদ্রাসা পড়ুয়া মেয়ে নাছিমা গত ১৪ জুন রাতে বাড়ির পাশে বিয়ের অনুষ্ঠানে যায়। ওই বিয়ে থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুজি করেও তার হদিস মেলেনি।

আরো পড়ুন:

শুক্রবার (২২ আগস্ট) সকালে কালকিনি রিপোর্টার্স ইউনিটি কার্যালয় নামিছার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন তাকে খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

নাছিমাকে না পেয়ে তার নানি আইমুন নেছা কালকিনি থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ নাছিমাকে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। 

নিখোঁজ নাছিমার নানা হারুন বেপারী সংবাদ সম্মেলনে বলেন, ‘‘আমার নাতি ৭০ দিন ধরে নিখোঁজ রয়েছে। পুলিশ তার সন্ধান দিতে পারল না। আমরা নাছিমার সন্ধান চাই।’’ 

নিখোঁজ নাছিমার নানী আইমুন নেছা বলেন, ‘‘প্রশাসনের কাছে আমাদের দাবি নাছিমাকে খুঁজে বের করুন। আমাদের পরিবারে ঘুম ও খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে।’’ 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘‘নাছিমাকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।’’ 

ঢাকা/বেলাল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়