খুলনায় বাসায় ঢুকে যুবদল নেতাকে গলাকেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক, খুলনা ও সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মো. শামীম
খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম নামে যুবদলের এক নেতাকে বাসায় ঢুকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আঠারো মাইল এলাকার সৈয়দ ঈসা কলেজের পাশের বাসায় তাকে হত্যা করা হয়।
শনিবার (২৩ আগস্ট) সকালে ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফার শেখের ছেলে। শামীম ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় থেকে কীটনাশকের ব্যবসা করতেন।
নিহতের বাবা আব্দুল গফ্ফার শেখ জানান, রাত ১১টার দিকে শামীমের সঙ্গে দুই-তিনজন ব্যক্তি বাড়িতে আসেন। তারা বাড়ির দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যান। দীর্ঘসময় নিজ কক্ষে না ফেরায় শামীমকে খুঁজতে যান তার স্ত্রী। এসময় তিনি তৃতীয় তলায় শামীমের লাশ দেখতে পান। সন্ত্রাসীরা শামীমকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। আজ সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।”
পরিবারের বরাত দিয়ে ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, “শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা শামীমকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। আজ সকালে পরিবারের লোকজন শামীমের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।”
তিনি আরো বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”
ঢাকা/নূরুজ্জামান/শাহীন/মাসুদ