ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৫২, ২৩ আগস্ট ২০২৫
ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

আজাদুর রহমান সুজন

কিশোরগঞ্জের ইটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২২ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, এই মামলায় আব্দুর নূর নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন:

আরো পড়ুন: ইটনায় ইউএনওর বাসভবনে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১

শনিবার (২৩ আগস্ট) সকালে র‍্যাব-১৪ সিপিবি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসায় হামলার ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে গ্রেপ্তারের বিষয়টি পুরোপুরি হয়রানিমূলক। উনার বাসায় হামলা করেছে সাধারণ জনগণ কিন্তু এ মামলায় কেন ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি আমাদের বোধগম্য নয়। আমরা এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলবে।”

মামলার এজাহারসূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বিকেলে ইটনা উপজেলা পরিষদের ভেতরে ইউএনওর বাসভবনে হামলা হয়। ওইদিন রাতেই মফিজুল ইসলাম নামে এক আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় ৪২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা করেন।

আগে ইউএনও রায়হানুল ইসলাম জানিয়েছিলেন, ‘‘স্থানীয় কয়েকজন উপজেলা মিনি স্টেডিয়ামে জুয়ার মাধ্যমে বিভিন্ন খেলাধুলা পরিচালনা করছিলেন। এমন অভিযোগ পেয়ে ওই মাঠে খেলাধুলার বিষয়ে কিছু বিধি-নিষেধ জারি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে শতাধিক দুর্বৃত্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বুধবার সন্ধ্যায় আমার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়।”

তিনি বলেন, “এ সময় বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা হামলাকারীদের বাধা দিতে চাইলে আনিস মিয়া নামে এক এসআইসহ কয়েকজন পুলিশ ও আনসার সদস্য আহত হন। ঘটনার সময় আমি বাসার বাহিরে ছিলাম। হামলাকারীরা বিষয়টি নিশ্চিত হওয়ার পরে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আহত এক আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় মামলা করেন।’’

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়