ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির পাইন্না সাপ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:৪৬, ২৩ আগস্ট ২০২৫
কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির পাইন্না সাপ উদ্ধার

মৃদু বিষধর কাঁকড়াভুক পাইন্না সাপ। 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুই ফুট দৈর্ঘ্যের বিরল প্রজাতির একটি মৃদু বিষধর কাঁকড়াভুক পাইন্না সাপ। 

শনিবার (২৩ আগস্ট) সকাল দশটার দিকে সৈকতের জিরো পয়েন্টের পূর্বপাশ থেকে এনিমেল লাভারস অব পটুয়াখালীর বন্যপ্রাণি উদ্ধারকর্মীরা সাপটিকে উদ্ধার করেন। পরে সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করা হয়। 

এর আগে সকালে সৈকতের ওয়াটার বাইক চালক আব্দুল সালাম প্রথমে সাপটি দেখতে পেয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠনকে খবর দেন। 

এনিমেল লাভারস অব পটুয়াখালী’র রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, কাঁকড়াভুক পাইন্না একটি বিরল প্রজাতির পানিসাপ। এটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়। সাপটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কাঁকড়াকে টুকরো টুকরো করে খায়, যা সাপের জগতে বিরল। সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির দেখা মেলে। জীববৈচিত্র্য রক্ষায় সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কে,এম মনিরুজ্জামান বলেন, “কাঁকড়াভুক পাইন্না সুন্দরবনে পাওয়া বিরল ও মৃদু বিষধর পানিসাপ। এর প্রধান খাদ্য কাঁকড়া ও জলজ প্রাণি। নিশাচর ও লাজুক স্বভাবের এই সাপ মানুষের জন্য ক্ষতিকর নয়। সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় মানুষ অকারণে সাপ মেরে ফেলে। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়