ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়নাতদন্ত শেষে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ হস্তান্তর

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৪২, ২৩ আগস্ট ২০২৫
ময়নাতদন্ত শেষে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ হস্তান্তর

ময়নাতদন্ত শেষে মরদেহ ফ্রিজিং গাড়িতে করে বাড়িতে নেয়া হয়

মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে ময়নাতদন্ত শেষে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ শনিবার (২৩ আগস্ট) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে নৌপুলিশ। এর আগে বেলা ১১টার দিকে মরদেহের ময়নাতদন্ত করা হয়।

কলাগাছিয়া নৌপুলিশের ইনচার্জ ছালে্হ আহমেদ পাঠান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন:

ময়নাতদন্তের বিষয়ে হাসাপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা এহসানুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

হাসপাতালে মরদেহ গ্রহণের পর বিভুরঞ্জনের ভাই চিররঞ্জন জানান, ঢাকার সিদ্ধেশ্বরী বাড়িতে ও পরে সৎকারের জন্য শ্মশানে মরদেহ নেয়া হবে। তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ে বোদা উপজেলার উত্তরপাড়া হলেও রাজধানীর সবুজবাগে বরদেশ্বরী কালী মন্দিরের সৎকারের প্রস্তুতি রয়েছে।

পরিবারের সদস্যরা দুপুর সোয়া ১টায় ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নিয়ে ঢাকার বাসভবনের উদ্দেশে রওয়ানা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাড়ি থেকে অফিসে যাওয়ার কথা বলে মোবাইল বাসায় রেখে বের হন বিভুরঞ্জন সরকার। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কলাগাছিয়া এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একটি গণমাধ্যমে শেষ লেখা হিসেবে ‘খোলা চিঠি’তে জীবনের বিভিন্ন আক্ষেপ ও সঙ্কটের কথা লিখে যান তিনি। 

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সর্বশেষ চাকরি করতেন 'আজকের পত্রিকা'য়। এর বাইরে বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। 

ঢাকা/রতন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়