ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাফ নদী থেকে ফের ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ২২:০৯, ২৩ আগস্ট ২০২৫
নাফ নদী থেকে ফের ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদী। ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ফের একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে তাদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন শাহপরীর দ্বীপ জেটিঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি গফুর আলম।

তিনি বলেন, ‘‘আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।’’

ধরে নিয়ে যাওয়া ট্রলারটির নাম এফবি ওসমান। এর মালিক শাহপরীর দ্বীপের সুলতান আহমদের ছেলে মো. ওসমান।

জেলেরা হলেন- লাল মিয়ার ছেলে আলি আহমদ (৩৯), মোহাম্মদ রসীদের ছেলে মোহাম্মদ আমিন (৩৪), মৃত আব্দুল করিমের ছেলে ফজল করিম (৫২), আবদুল মজিদের ছেলে কেফায়েত উল্লাহ (৪০), শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩), মৃত নূর বশরের ছেলে সাদ্দাম হোসেন (৪০), মুস্তাক আহমদের ছেলে রাসেল (২৩), আব্দুর রহমানের ছেলে সোয়াইব (২২), নুরু ইসলামের ছেলে আরিফ উল্লাহ (৩৫), ফরিদ আলমের ছেলে মোহাম্মদ মোস্তাক (৩৫), নূর আহমদের ছেলে নুরুল আমিন (৪৫) এবং মোহাম্মদ আমিনের ছেলে মো. আরফান (২৩)। তাদের বাড়ি শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে জানতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কমান্ডারের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “বিষয়টি শুনেছি। তবে, ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিবারের পক্ষ থেকে আমাদের অবহিত করেনি। এ বিষয়ে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি এবং সংশ্লিষ্টদের অবহিত করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।”

এর আগে, গত ৫ ও ১২ আগস্ট দুই দফায় নাফ নদী থেকে মাছ ধরার ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২২৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে, বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনা হয়েছে।

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়