কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে, সকালের জোয়ারে লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা বলছেন, লাশটি সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের মধ্যে কোনো একজনের হতে পারে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, “লাশের শরীরে একটি বড় চাদর জড়ানো ছিল। তবে অর্ধগলিত ও শরীরের চামড়া উঠে যাওয়ায় কারণে তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।”
ঢাকা/ইমরান/মেহেদী