হিলিতে ৩৯৯ ট্রাক চাল আমদানি, খুচরা বাজারে প্রভাব
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হিলি বন্দরে চাল খালাসের কাজ চলছে
বিগত ১০ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩৯৯টি ট্রাকে ১৭ হাজার ৩৬০ মেট্রিকটন চাল আমদানি হয়েছে। এরইমধ্যে যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজিতে দুই থেকে তিন টাকা করে দাম কমেছে চালের।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চাল বাজার স্বাভাবিক রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নির্ধারিত ২% শুল্কে চাল আমদানি শুরু করে আমদানিকারকরা।
৫২০ থেকে ৫৩০ ডলারে আমদানি হচ্ছে এসব চাল। বেশিরভাগ শম্পা কাটারি জাতের চাল আমদানি হচ্ছে এই বন্দরে। এতে দেশের বাজারেও প্রভাব পড়ছে। হিলির খুচরা বাজারেও প্রতিটি চাল কেজিতে কমেছে দুই থেকে তিন টাকা করে।
হিলি বাজারে খুচরা চাল ব্যবসায়ী স্বপন পাল বলেন, “ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এখন ধীরে ধীরে দেশের বাজারের অস্থিরতা কমে যাবে। বাজার নিয়ন্ত্রণে আসবে। ভারত থেকে চাল আসায় প্রতিটি জাতের চাল দুই থেকে তিন টাকা কেজিতে কমে গেছে। আশা করছি আগামীতে আরও দাম কমবে।”
চাল আমদানিকারক শরিফুল ইসলাম বাবু বলেন, “২% শুল্কে গত ১২ আগস্ট থেকে আমার চাল আমদানি হচ্ছে এই বন্দরে। ৫২০ থেকে ৫৩০ ডলার এবং ৫৪০ ডলারেও চাল আমদানি হচ্ছে। বাজারে চালের দাম অনেকটা কমে গেছে।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন জানান, গত ১২ আগস্ট থেকে ১০ দিনে ভারত থেকে এই বন্দরে ২% শুল্কে ৩৯৯ ট্রাকে ১৭ হাজার ৩৬০ মেট্রিকটন চাল আমদানি হয়েছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় কাস্টমসের সকল কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করে চাল খালাস করা হচ্ছে।
ঢাকা/মোসলেম/এস