বাহুবল-নবীগঞ্জে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল।
ত্যাগী ও দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সাবেক ছাত্রদল ও যুবদল নেতা আতাউর রহমান ও জামাল উদ্দিনের নেতৃত্বে বাহুবল মডেল থানার সামনে থেকে মিছিল শুরু হয়।
মিছিলটি বাহুবল বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মাদরাসা মার্কেটের সামনে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন, মামলা-হামলার শিকার হয়ে আন্দোলন করেছেন প্রকৃত নেতাকর্মীরা। অথচ তাদের বাদ দিয়ে নতুন উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
তারা আরো বলেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোতে অভ্যন্তরীণ কোন্দল বেড়েছে। প্রকৃত ত্যাগী নেতাদের বাদ দিয়ে কিছু ‘বসন্তের কোকিল’ কেন্দ্রীয় নেতাদের আশ্রয়ে পদ-পদবি পেয়েছেন। তারা আওয়ামী লীগের দোসরদের প্রশ্রয় দিয়ে কমিটি বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা ক্ষুব্ধ হচ্ছেন। ক্ষুব্ধ নেতাকর্মীরা ঘোষিত উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ও প্রত্যাখ্যান করেছেন।
নবীগঞ্জ উপজেলার বঞ্চিত বিএনপি নেতাকর্মীদের ঝাড়ু মিছিল।
অন্যদিকে, রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার বঞ্চিত বিএনপি নেতাকর্মীরাও ঝাড়ু মিছিল বের করেন। নবগঠিত নবীগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে তারা ‘অবৈধ ও বিতর্কিত’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানান।
মিছিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সিহাব আহমেদ চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুন, বিএনপির সাংগঠনিক প্রার্থী সোহেল চৌধুরী রিপন, নুরুল গণি সোহেলসহ অসংখ্য নেতাকর্মী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিহাব আহমেদ চৌধুরী।
তিনি বলেন, “বিগত ১৭ বছর যারা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বাদ দিয়ে কমিটি করার কারণে আমরা এই ঝাড়ু মিছিল করেছি।”
ঢাকা/মামুন/এস