রাঙ্গাবালীতে ৪৭টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চায়না দুয়ারী জাল উদ্ধারের পর পুড়িয়ে ফেলা হয়
পটুয়াখালীর রাঙ্গাবালীতে অভিযান চালিয়ে ৪৭টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে রাত দশটা পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রাঙ্গাবালী থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উপজেলার নেতা বাজার ও পোলঘাট সংলগ্ন এলাকার খাল থেকে এসব জাল জব্দ করা হয়। পরে জালগুলো জনসম্মুখ্যে পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ ও উপজেলা মেরিন ফিশারিজ অফিসার শাহাদাত হোসেন রাজ উপস্থিত ছিলেন।
মেরিন ফিশারিজ অফিসার শাহাদাত হোসেন রাজু জানান, এসব চায়না দুয়ারী জালের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্যসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এসব জাল ব্যবহারকারী অসাধু জেলেদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
ঢাকা/ইমরান/এস