ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৪ আগস্ট ২০২৫  
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

রবিবার (২৪ আগস্ট) সকালে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাচারকারীরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও নওগাঁ মধ্যপাড়া গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য প্রযুক্তি ও পোগন সংবাদের ভিত্তিত্বে শনিবার (২৩ আগস্ট) রাতে উল্লাপাড়ার ৩নং উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি লম্বা একটি মূল্যবান কষ্টি পাথর উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ৩১.৫৪০ কেজি। 

এসময় দুই মূর্তি পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা এই মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হতে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে। 

এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/অদিত্য/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়