ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই ট্রলারসহ আরো ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ২০:১৩, ২৪ আগস্ট ২০২৫
দুই ট্রলারসহ আরো ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ফাইল ফটো

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরো ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এ সময় দুটি ট্রলারও নিয়ে যায় তারা।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে তাদের ধরে নিয়ে যায়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘‘দুই ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল যে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’’

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া বেশ কয়েকটি ট্রলার ঘাটে ফিরছিল। সে সময় আরাকান আর্মির সদস্যরা আমাদের ঘাটের দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলেসহ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা জরুরি।”

এর আগে, শনিবার দুপুরে একই এলাকা থেকে ১২ জেলেসহ একটি নৌকা ধরে নিয়ে যায় এ গোষ্ঠী। এছাড়া গত ৫ ও ১২ আগস্ট দুই দফায় নাফ নদী থেকে মাছ ধরার ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২২৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনা সম্ভব হয়েছে।

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়