ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ২৪ আগস্ট ২০২৫  
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুজেল মিয়া (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে শরীফ উদ্দিন মিয়ার বহুতল ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত রুজেল মিয়া জেলার বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। আহতের নাম রফিকুল মিয়া (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচ থেকে উপরে রড উঠানোর কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ অসাবধানতাবশত একটি রড বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে শ্রমিকদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুজেল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুল হাসপাতালে চিকিৎসাধীন।

শিবপাশা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, ‘‘এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়