বাড়িতে ডেকে নিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যা
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
শেরপুরের নালিতাবাড়ীতে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গেরাপচা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক দ্বন্দ্ব ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে।
নিহত ব্যক্তির নাম তুলা মিয়া (৩৫)। তিনি উপজেলার ছালুয়াতলা গ্রামের নুরুল আমীনের ছেলে। অভিযুক্তের নাম নাজমুল হক (৩৮)। তিনি উপজেলার গেরাপচা গ্রামের মৃত বক্তারের ছেলে। তারা বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলা মিয়া ও অভিযুক্ত নাজমুল হক একসঙ্গে চলাফেলা করতেন। রবিবার রাতে নাজমুল তুলা মিয়াকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। খাবার খাওয়া শেষে নাজমুল দা দিয়ে তুলা মিয়াকে কোপাতে শুরু করেন। এসময় তুলা মিয়া দৌঁড়ে পালানোর চেষ্টা করেন।
পালানোর সময় তিনি ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে যান। নাজমুল সেখানে গিয়ে তুলা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তুলা মিয়াকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, “হাসপাতালে আনার আগেই তুলা মিয়ার মৃত্যু হয়। তার শরীরে কুপিয়ে জখম করার অনেক চিহ্ন রয়েছে।”
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, “পারিবারিক দ্বন্ধ ও টাকা চাওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”
ঢাকা/তারিকুল/মাসুদ