ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়ায় বনকর্মীদের ওপর হামলা, জব্দ করা গাড়ি ছিনতাই

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:৩১, ২৬ আগস্ট ২০২৫
চকরিয়ায় বনকর্মীদের ওপর হামলা, জব্দ করা গাড়ি ছিনতাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বন বিভাগের পাঁচ কর্মীর ওপর হামলা হয়েছে। এসময় জব্দ করা বনের গাছবোঝাই একটি ইজিবাইক ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। 

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান। এর আগে, গত রবিবার রাত পৌনে ৯টার দিকে হামলা হয়।

আরো পড়ুন:

হামলায় আহতরা হলেন- কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম (৩১), বনপ্রহরী অলিউল ইসলাম (৩৫), মো. হাসান (৩২), আয়াত উল্লাহ (৩৪) ও হাসান আলী (৩০)। তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত বিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “গাড়ি জব্দ করার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা আমাদের ওপর লাঠি নিয়ে হামলা চালায়। তারা আমাকে মাটিতে পুঁতে ফেলার হুমকিও দেয়।”

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, “খবর পেয়ে অভিযান চালিয়ে একটি গাছবোঝাই ইজিবাইক জব্দ করা হয়। এসময় ২০-২৫ জন সন্ত্রাসী অতর্কিত বনকর্মীদের ওপর হামলা চালায় এবং ইজিবাইকটি ছিনিয়ে নেয়।”

তিনি আরো বলেন, “হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলাকারীরা গাছচোর চক্রের সদস্য।”

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়