ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারি খাল দখলকারীদের বিরুদ্ধে মামলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:৩৮, ২৬ আগস্ট ২০২৫
সরকারি খাল দখলকারীদের বিরুদ্ধে মামলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (বাঁয়ে)

ভূমিদস্যুরা যেন খালের জায়গা দখল করতে না পারে, এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, “যারা সরকারি খাল দখল করেছে বা অবৈধ স্থাপনা গড়েছে, তাদের বিরুদ্ধে মামলা হবে এবং শাস্তিও হবে। শুধু উচ্ছেদ করলে তারা আবারো দখল করবে। এ কারণে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

আরো পড়ুন:

মঙ্গলবার (২৬ অগাস্ট) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে। খাল পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ।” খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

ঢাকা/শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়