ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক 

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ২৬ আগস্ট ২০২৫  
সুন্দরবনে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক 

আটককৃত আলমগীর হোসেন সাগর

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আলমগীর হোসেন সাগর (৪৫) নামে একজনকে আটক করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে গোপন তথ্যের ভিত্তিতে শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে এই ডাকাত সদস্যকে আটক করা হয়। সেসময় একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। 

কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লে. মো. তানভীর উদ্দিন প্রান্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় যাবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে, অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আলমগীর হোসেন সাগরকে আটক করা হয়। 

আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ঢাকা/শহিদুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়