ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৩০, ২৭ আগস্ট ২০২৫
সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ 

কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীতকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে তারা ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত নয়টি পয়েন্টে বিক্ষোভ করেন। 

বিক্ষোভ চলাকালীন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা এক ঘণ্টা পর সড়ক থেকে সরে যান। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

আরো পড়ুন:

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি। খানাখন্দ ও ভাঙাচোরা সড়ক সংস্কার না করায় সাধারণ মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেবপুর এলাকায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তারা দ্রুত সংস্কার কাজ শুরুর আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। 

নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে, দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারকাজ শুরু করা হবে।” 

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে, খুব শিগগিরই সড়ক সংস্কার কাজ শুরু হবে। এলাকাবাসী আশ্বস্ত হয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। এক ঘণ্টার যানজট ছাড়াও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়