ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পলিথিন ও প্লাস্টিকের বোতল বর্জন করতে হবে: কৃষি উপদেষ্টা 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ২৮ আগস্ট ২০২৫  
পলিথিন ও প্লাস্টিকের বোতল বর্জন করতে হবে: কৃষি উপদেষ্টা 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরজ হস্তান্তর করেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‍“‎আপনারা যদি পলিথিন ও প্লাস্টিক পানির বোতল বর্জন করতে পারেন, তবে সবাই পাট জাত পণ্য ব্যবহার করতে পারবেন। পলিথিন ও প্লাস্টিক বোতলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বুধবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরজ হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।‌

আরো পড়ুন:

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগে দেখেছেন, চটের ব্যাগ ব্যবহার করতেন আমাদের বাপ-দাদারা। ওইরকম আপনারাও করবেন। দেখবেন, আমাদের কৃষির উন্নতি হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন সম্ভব হবে।”

তিনি বলেন, ‘দেশে অঞ্চলভিত্তিক একেক ধরনের ফসল বেশি উৎপাদন হয়। আপনাদের এখানে (মানিকগঞ্জ) গাজরের চাষ বেশি হয়। আমরা এই প্রকল্পের আওতায় প্রথমে ১০০টি ফারমারস মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করব। পর্যায়ক্রমে যেসব অঞ্চলে বেশি ফসল ও সবজি উৎপাদন হয় সেখানে এই কোল্ড স্টোরেজ দেওয়ার ব্যবস্থা করা হবে।”

উপদেষ্টা বলেন, ‘এই কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন। যখন সবজির দাম বাজারে কম থাকবে তখন কৃষক উৎপাদিত  সবজি এখানে কোল্ড স্টোরেজ করে রাখতে পারবেন। বাজারে যখন সবজির দাম বেড়ে যাবে, তখন ওই কৃষক পাঁচ টাকার ফুলকপি ৩০ টাকায় বিক্রি করতে পারবেন। ওই সময় ভোক্তা কিন্তু ৫০ টাকার সেই ফুলকপি ২০ টাকা কমে কিনতে পারবেন। এজন্য এটি অবশ্যই কৃষক ও ভোক্তার সুবিধা বয়ে আনবে।”

অনুষ্ঠানে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মহাপরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) মো. ছাইফুল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর, মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূর উপস্থিত ছিলেন।

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়