ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপারেশন থিয়েটারে অচেতন রোগীর সঙ্গে নার্সের টিকটক

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:০৩, ২৮ আগস্ট ২০২৫
অপারেশন থিয়েটারে অচেতন রোগীর সঙ্গে নার্সের টিকটক

টিকটকার নার্স প্রিয়া

অপারেশন থিয়েটারে অচেতন এক প্রসূতির মায়ের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দিয়েছেন এক নার্স। অপারেশনের রোগীর রক্তাক্ত অবস্থাও উঠে আসে সেই ভিডিওতে। যা ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচনার ঝড় বইছে। ওই নার্সের শাস্তির দাবিও তুলেছেন অনেকে। 

নড়াইলের লোহাগড়ায় পৌর শহরের জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকের নার্স প্রিয়া টিকটক ভিডিওটি করে ফেসবুকে পোস্ট দেন।

বুধবার (২৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা আলোচনায় আসে।

মিনারুল ইসলাম সজল নামে এক ব্যক্তি ওই ভিডিওটিতে মন্তব্য করেছেন, “প্রথমত, তাকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, তাকে অন্যের শরীর (ইজ্জত) মা-বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনের আওতায় আনতে হবে। তৃতীয়ত, তাকেসহ ওই নার্সিং হোমের মালিকেরও আইনগত বিচার করতে হবে।”

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, “অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বিছানায় রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। এ বিষয়ে আমি আইনগত পদক্ষেপ নেব।”

ঢাকা/শরিফুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়