ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে ইয়াবাসহ আটক ২

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২৮ আগস্ট ২০২৫  
মানিকগঞ্জে ইয়াবাসহ আটক ২

ডিবির হাতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তি

মানিকগঞ্জের দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। 

বুধবার (২৭ আগস্ট) রাতে দৌলতপুর উপজেলার সরকারি মতিলাল ডিগ্রি কলেজের গেইট সংলগ্ন থেকে তাদের আটক করা হয়।

তারা দুজন হলেন- দৌলতপুরের হাজীপাড়া এলাকার মো. সজিব হোসেন (২০) ও টাঙ্গাইলের নাগরপুর থানার মো. ওবায়দুল কাদের (৩০)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জের একটি অভিযানিক দল দৌলতপুরে অভিযান পরিচালনা করে। 

সেসময় মো. সজিব হোসেন কাছ থেকে ১০০ পিস ও মো. ওবায়দুল কাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের থানায় হস্তান্তরে করে ডিবি পুলিশ।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন জানান, মাদক আইনে আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা/চন্দন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়