ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেহাল সড়কে চরম ভোগান্তি

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৫৭, ২৮ আগস্ট ২০২৫
বেহাল সড়কে চরম ভোগান্তি

বাগেরহাটের সাইনবোর্ড-শরণখোলা-বগী আঞ্চলিক মহাসড়কের প্রায় ১৬ কিলোমিটার অংশের বেহাল দশা। এই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। সামান্য বৃষ্টিতে দুর্ভোগের মাত্রা বাড়ে কয়েকগুন। বিশেষ করে, গর্ত পানিতে ভরে থাকায় দুর্ঘটনার শিকার হচ্ছেন বিভিন্ন ধরনের গাড়ির চালক। 

এলাকাবাসীর অভিযোগ, সড়কের আমড়াগাছিয়া কাঠেরপুল থেকে তাফালবাড়ী শাম বেপারীর বাড়ি ব্রিজ পর্যন্ত অংশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল করে। অসংখ্য পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ভ্যান ও স্থানীয় পরিবহন যাতায়াত করে। সড়কটি মোট ৫২ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে ২৪ ফুট প্রশস্ত ১৯ কিলোমিটার, ১৮ ফুট প্রশস্ত ১৭ কিলোমিটার এবং ১২ ফুট প্রশস্ত ১৭ কিলোমিটার। সরু এবং ভাঙাচোরা রাস্তায় চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। 

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা শাহিন হাওলাদার বলেন, “দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এ সড়কে চলাচল দুরূহ হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি আরো বেড়ে যায়। দ্রুত এই সড়কটি প্রশস্তকরণ ও সংস্কারের দাবি জানাচ্ছি।”

দূরপাল্লা বাসের চালক তাইজুল বলেন, “বড় বড় গর্তে গাড়ির চাকা আটকে যায়, সাইড দিতে গিয়ে গাছের ডালে বাসের ছাদ বেধে যায়। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। এক কথায় এই সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।”

শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বলেন, “সুন্দরবনে দর্শনার্থীদের আগমনের মৌসুম শুরু হওয়ার আগে এ সড়ক সংস্কার ও প্রশস্ত করা জরুরি। তা না হলে, পর্যটকদের ভোগান্তি বাড়বে। প্রতিনিয়ত দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।”

প্রবাসী জামাল নুর বলেন, “এটি নামে আঞ্চলিক মহাসড়ক, কাজে না। সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সংস্কার ও প্রশস্ত করার মাধ্যমে এলাকাবাসী দুর্ভোগ লাঘবে সকারের কাছে দাবি জানাচ্ছি।”

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদিপ্ত কুমার সিংহ বলেন, “সড়কের বেহাল দশার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।”

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, “দরপত্র আহ্বানের মাধ্যমে শিগগিরি সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু করা হবে।”

ঢাকা/শহিদুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়