ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে নিজের পিস্তলের গুলিতে এসআই আহত

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:১৬, ২৮ আগস্ট ২০২৫
রাজশাহীতে নিজের পিস্তলের গুলিতে এসআই আহত

রাজশাহীতে পিস্তলের ফায়ারিং পিন মেরামত করতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই)। 

বুধবার রাত ১১টা ৮ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এ ঘটনা ঘটে। রাতেই ওয়ারেস আলী (৫০) নামের ওই এসআইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, ওয়ারেস আলী ৩০ বছরের বেশি সময় ধরে পুলিশে চাকরি করছেন। কনস্টেবল পদে চাকরিতে যোগদান করা ওয়ারেস পদোন্নতি পেয়ে প্রথমে সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পরে এসআই হন। তিনি অস্ত্র চালনায় অভিজ্ঞ। তবে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে গেছে। গুলিটি তার পায়ে হাঁটুর ওপরে লাগে। তিনি এখন শঙ্কামুক্ত।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বলেন, ‘‘ওয়ারেস আলীর নামে ইস্যু করা পিস্তলটির ফায়ারিং পিনে সমস্যা হয়েছিল। তিনি সেটি মেরামত করার চেষ্টা করছিলেন। দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে গুলিটি বেরিয়ে যায়। গুলিটি হাঁটুর ওপরে লেগে পায়ের একপাশের মাংস দিয়ে বের হয়ে গেছে। তাই তিনি ঝুঁকিমুক্ত, না হলে বড় ক্ষতি হতো।’’

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, ‘‘ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে।’’

ঢাকা/শিরিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়