ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৮ আগস্ট ২০২৫  
কেরানীগঞ্জে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার হল রুমে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমসহ অন্য কর্মকর্তারা

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের ছবি ব্যবহার করে পুলিশ সুপার পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন—মো. ইমন আলী (২৩), মো. নাহিদুল ইসলাম (২৭) এবং মো. তানজির।

বৃহস্পতিবার (২৮ অগাস্ট) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার হল রুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

মো. জাহাঙ্গীর আলম জানান, কেরানীগঞ্জের বন্দডাকপাড়া এলাকায় সরকারি কাজে এসে তিনি
জানতে পারেন যে, তার ছবি হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে ঢাকা জেলার পুলিশ সুপার পরিচয়ে বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করছিল তিন ব্যক্তি। তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন জায়গায় আরো অনেক ধরনের অপরাধে সম্পৃক্ত ছিল, যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন—কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল মনিরুল হক ডাবলু এবং ডিবির ঢাকা জেলা দক্ষিণের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

ঢাকা/শিপন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়