ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাটের ওপর পড়ে ছিল রাজমিস্ত্রির মরদেহ

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৮ আগস্ট ২০২৫  
খাটের ওপর পড়ে ছিল রাজমিস্ত্রির মরদেহ

বরিশালে ভাড়া বাসা থেকে রাজ্জাক হাওলাদার (৫০) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামে এক ভবনের কলাপসিবল গেটের তালা ও ভিতর থেকে বন্ধ করা দরজা ভেঙে রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়। 

রাজ্জাক হাওলাদার বরিশালের উজিরপুর উপজেলার সোনারবেগুন গ্রামের বাসিন্দা। তিনি বানারীপাড়া সদর ইউনিযনের মাছরং গ্রামে মৃত খালেক আকনের এক তলা ভবনে একাই থাকতেন।

উজিরপুরে গ্রামের বাড়িতে তার স্ত্রী ও তিন মেয়ে থাকেন। মাঝে মাঝে তারা বানারীপাড়ায় তার কাছে বেড়াতে আসতেন। 

পুলিশ জানিয়েছেন, রাজ্জাক হাওলাদারকে দুই দিন ধরে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। ২৭ আগস্ট রাতে তারা ভবনের জানালার কাঁচ ভেঙে খাটের ওপর বিছানায় মৃত অবস্থায় রাজ্জাক হাওলাদারকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ কলাপসিবল গেটের তালা ভেঙে ভবনের ভিতরে ঢুকে বন্ধ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। 

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, রাজ্জাকের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়