ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে অক্টোবরে: উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:১৯, ২৮ আগস্ট ২০২৫
কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে অক্টোবরে: উপদেষ্টা

কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সময়সীমা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেছেন, ‘‘অক্টোবরের মাঝামাঝি সময়ে এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট উড়বে।’’

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৮ আগস্ট) কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে পৌঁছে তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করেন। পরে টার্মিনালের এরাইভাল হল, চেকইন কাউন্টার, প্রস্তাবিত ইমিগ্রেশন এলাকা এবং অন্যান্য নির্মাণ কাজ ঘুরে দেখেন। এরপর সম্প্রসারিত রানওয়ে পরিদর্শন করেন তিনি।

দুপুর ১টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বেবিচক চেয়ারম্যান বলেন, “সম্প্রসারিত রানওয়েতে ভবিষ্যতে বড় আকারের বিমান ওঠানামা করবে। এজন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।”

পর্যটন নগরী কক্সবাজারের এই বিমানবন্দর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটির রানওয়ে হবে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে।

আন্তর্জাতিক মানে উন্নীতকরণের আওতায় কক্সবাজার বিমানবন্দরের ৯ হাজার ফুট রানওয়ে সম্প্রসারণ করে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। এর মধ্যে, ১ হাজার ৩০০ ফুট অংশ সাগরের পানির মধ্যে তৈরি করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৯৪ কোটি ৩১ লাখ টাকা, যা পুরোপুরি অর্থায়ন করেছে বেবিচক।

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়