ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দফায় দফায় হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২৯ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৪৩, ২৯ আগস্ট ২০২৫
দফায় দফায় হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

সুমন মিয়া। ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে একাধিক মামরার এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে পৌরসভার টেংরা মোড়ে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন—এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।

আরো পড়ুন:

পুলিশ বলছে, সন্ত্রাসী সুমন মিয়াকে (৩২) শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুইন এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়ান্দা পুলিশ-ডিবি। পরে দুর্বৃত্তরা তিন দফা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, “আমরা সুমনকে আটক করে নিয়ে যাচ্ছিলাম। পথে কয়েক দফা হামলা চালানো হয়। শেষ পর্যন্ত টেংরা মোড়ে আমাদের মারধর করে আসামিকে নিয়ে যায়।”

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “একাধিক মামলার আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পথে দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।”

সুমন মিয়া উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়