ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ 

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৪২, ৩০ আগস্ট ২০২৫
কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ 

শনিবার নেত্রকোনার ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, ফ্যাসিবাদকে উৎখাত করেছি। কিন্তু, এখনো কিছু শক্তি সেই ভোটের অধিকার বানচাল করার ষড়যন্ত্র করছে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।”

শনিবার (৩০ আগস্ট) নেত্রকোনার ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

সালাউদ্দিন আহমেদ বলেন, “আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আগামী নির্বাচনের মাধ্যমে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। গণতন্ত্র ও স্বাধীনতার স্বার্থে কেউ যেন নির্বাচনে বাধা সৃষ্টি না করে।”

তিনি আরো বলেন, “সারা বাংলাদেশে আজ নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, কীভাবে নির্বাচন হবে, তা সংবিধানে নেই। সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ২ নম্বর উপ-ধারায় স্পষ্ট বলা আছে—প্রত্যেক সংসদীয় এলাকায় ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে। বাংলাদেশের সংবিধানে ‘পিআর’ নামে কোনো শব্দ নেই।”

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঢাকা/ইবাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়