ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ৩১ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:৩৮, ৩১ আগস্ট ২০২৫
চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ২০

রবিবার মধ্য রাতে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছেন। 

শনিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার এ তথ্য জানান। 

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২৪-২৫ সেশনের এক ছাত্রী ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় দারোয়ানের সঙ্গে ওই ছাত্রীর কাটাকাটি হয়। একপর্যায়ে দারোয়ান তাকে মারধর করেন। এ খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা চালায়।

আহত শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে হাসপাতালে


ঘটনাস্থলে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, রুমে প্রবেশ করতে দেরি হওয়ার অজুহাতে দারোয়ার আমাদের এক নারী শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতন করেছে। এই ঘটনার প্রতিবাদ করতে এবং ছাত্রীকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এগিয়ে গেলে স্থানীয়রা সম্মিলিতভাবে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। 

শিক্ষার্থীরা জানিয়েছেন, স্থানীয় লোকজনের হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আল মাসনূন রয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণতান্ত্রিক ছাত্র সংসদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক সাব্বির হোসেন বলেন, “মাসনূনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।”

প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার জানান, প্রক্টরিয়াল বডি ঘটস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা/রেজাউল করিম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়