ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিকিৎসক সংকটে বন্ধ চাঁদপুরের ২ টাকার চিকিৎসালয়

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ৩১ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৩৩, ৩১ আগস্ট ২০২৫
চিকিৎসক সংকটে বন্ধ চাঁদপুরের ২ টাকার চিকিৎসালয়

চিকিৎসক না থাকায় চাঁদপুরের পুরানবাজারে অবস্থিত শত বছরের পুরাতন দুই টাকার দাতব্য চিকিৎসালয়টি বন্ধ হয়ে গেছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে চিকিৎসালয়টি বন্ধ হয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেন পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বলেন, “১৯২০ সালে চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করা হয়। এখানে এক সময় এমবিবিএস ডাক্তার ছিল। পরে স্বাস্থ্য সহকারীর মাধ্যমে টিকাকেন্দ্রসহ স্বাস্থ্যসেবা বহাল ছিল। সবশেষ বিপ্লব নামে এখানে থাকা এক স্বাস্থ্য সহকারীকে জন্ম নিবন্ধনের কাজে এবং মোশারফ নামে স্বাস্থ্য সহকারীকে ফিল্ডের কাজে পাঠিয়ে দেয় পৌর কর্তৃপক্ষ। এরপর সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত চলা এই দাতব্য চিকিৎসালয়টি বন্ধ করে দেওয়া হয়। ফলে এখানে আসা হতদরিদ্র রোগীরা চরম বিপাকে পড়েছেন।”

পুরানবাজারের বাসিন্দা মিজানুর রহমান জানান, পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের পুরানবাজার ও ইব্রাহীমপুরের চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ এই দাতব্য চিকিৎসালয়টিতে সেবা নিতেন। এখানে দুইজন আরএমপি চিকিৎসক বা পল্লী চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিতেন। মাত্র ২টাকার বিনিময়ে পেট ব্যথা, মাথা ব্যথা, চুলকানি, মা ও শিশুর রোগ নির্ণয়ে পৌরসভার থেকে বরাদ্দকৃত প্যাডে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে নাপা, প্যারাসিট্যামল, সালাইনসহ প্রাথমিক ওষুধপত্র দেওয়া হত। ১৫ দিন আগে এই চিকিৎসালয় বন্ধ হয়ে যায়।”

রহিমা নামে এক বৃদ্ধা বলেন, “আমি চিকিৎসা নিতে এসে দেখি, পরিচ্ছন্ন কর্মীরা এখানে অবস্থান করছেন। তারাই জানান, এখানে এখন আর চিকিৎসা দেওয়া হয় না। আমি গরিব মানুষ। এখানে বিনামূল্যে ওষুধও পেতাম। এখন আমার কি হবে?”

পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী বলেন, “শুনেছি, কিছুদিন ধরে এখানে ওষুধ সরবরাহ কমিয়ে দেওয়া হয়। এরপর খরচ কমাতে এখানের স্বাস্থ্য সহকারীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে, ঠিক কী কারণে এটি বন্ধ করা হলো আমাদের জানা নেই। আমরা চাই, দাতব্য চিকিৎসালয়টি চালু করে দরিদ্র মানুষদের সেবা দেওয়া হোক।”

চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, “দাতব্য চিকিৎসালয়টি পৌর অর্থায়নে পরিচালিত হচ্ছিল। মূলত এখানে কোনো চিকিৎসক না থাকায় এটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা সিভিল সার্জনের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেছি। আশা করছি, চিকিৎসক পাওয়া গেলে দ্রুত এটি আবার চালু করা হবে।”

ঢাকা/অমরেশ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়