ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় ১৬ মামলার আসামি গ্রেপ্তার

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৩১ আগস্ট ২০২৫  
নেত্রকোণায় ১৬ মামলার আসামি গ্রেপ্তার

কলমাকান্দা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাদকসহ বিভিন্ন অপরাধের ১৬ মামলার আসামি সোহেল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।  

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ইসবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন:

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক কারবার করে আসছেন। তার বিরুদ্ধে থানায় ১৬টি মামলা রয়েছে। মাদক বেচাকেনার সময় ৩২ পিস ইয়াবাসহ হাতেনাতে তাদের ধরা হয়েছে। মাদক আইনে মামলা করা হয়েছে।”

গ্রেপ্তার সোহেল মিয়া (৩০) উপজেলার চানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। এছাড়া সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কান্দাপাড়া গ্রামের সেলিম (৫০) এবং একই উপজেলার পুরাতনপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সৈনিক মিয়া (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ঢাকা/ইবাদ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়