ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১ সেপ্টেম্বর ২০২৫  
কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক আটক

আমিনুল ইসলাম পালোয়ান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়। আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

সেনাবাহিনী জানায়, গত ৪ জুন ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় আটককৃত প্রতারক মো. আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। মেজর মো. শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষপুরের স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুতকৃত ২০০ বস্তা ভিজিএফ-এর চাল উদ্ধার হয়। 

এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। উক্ত মামলা থেকে অব্যহতি দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লাখ টাকা দাবি করেন। এর প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে আসতে বলা হয়।

জিজ্ঞাসাবাদের সময় আমিনুল ইসলাম সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নাগেশ্বরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর  মো. শাহরিয়ার আহাদ আটকের সত্যতা স্বীকার করে জানান, অপকর্ম, দুর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়