ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খতনা করতে গিয়ে…

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৩০, ১ সেপ্টেম্বর ২০২৫
খতনা করতে গিয়ে…

শাওন প্রামাণিক

বগুড়ায় আট বছর বয়সী এক শিশুর খতনা করতে গিয়ে গোপনাঙ্গের অর্ধেক কেটে ফেলার অভিযোগ উঠেছে এক হাজামের বিরুদ্ধে। 

বগুড়া সদর উপজেলার কালশিমাটি পূর্ব পাড়া গ্রামে শনিবার (৩১ আগস্ট) এ ঘটনা ঘটে। ওই শিশু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

এ ঘটনায় শনিবার রাতে বগুড়া সদর থানায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা হলেন—বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এলাকার হাজাম আনিছার রহমান (৫০) ও সদর উপজেলার কালশিমাটি মধ্যপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. দুলু (৪৫)।

কালশিমাটি পূর্ব পাড়ার আবু বক্কর প্রামাণিক তার ছেলে শাওন প্রামাণিকের (৮) খতনা করাতে আনিছার রহমান নামের এক হাজামকে বাড়িতে ডেকে আনেন। খতনার সময় গোপনাঙ্গের সামনের চামড়া না কেটে মাঝামাঝি অংশ কেটে ফেলেন আনিছার।

শাওনের বাবা বক্কর প্রামানিক সাংবাদিকদের বলেছেন, “আমার ছেলের পুরুষাঙ্গের অর্ধেক কেটে ফেলেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। এ সময় আমার ছেলে চিৎকার করলে হাজাম গোপনাঙ্গের কেটে ফেলা অর্ধেক অংশ পকেটে নিয়ে পালানোর চেষ্টা করে। আমরা তার কাছ থেকে ওই কাটা অংশ কেড়ে নিই। পরে সে পালিয়ে যায়। শনিবার দুপুর ২টার দিকে দুলু তার মোবাইল ফোন থেকে আমাকে কল করে মামলা করলে হত্যার হুমকি দেয়। এজন্য আমি শনিবার রাতেই হাজাম আর দুলুর বিরুদ্ধে মামলা করেছি। কিন্তু, পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।” 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেছেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আমরা। সেটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়