বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না: দুলু
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশে থাকবে; ততদিন বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।বিএনপি বংলাদেশের মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।”
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
দুলু বলেন, “দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়েছে। আজ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতায় টিকে ছিল। এ জন্য বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়েছে। অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছিল এবং পরিকল্পিতভাবে তার জীবনকে সংকটে ফেলা হয়েছিল।”
দুলু বলেন, “বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার।”
বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশের জনগণের অধিকার হরণ করে গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছিল। বিএনপি অতীতে যেমন রক্ত দিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছে, ভবিষ্যতেও তাই করবে।”
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- দলটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।
ঢাকা/আরিফুল/মাসুদ