ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে মিলল ১৭ কেজির কোরাল 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:৩০, ১ সেপ্টেম্বর ২০২৫
সুন্দরবনে মিলল ১৭ কেজির কোরাল 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের একটি খালে মো. নিলু হাওলাদের বরশিতে ধরা পড়ে এ মাছ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে মাছ ধরা শুরু হয়েছে রবিবার (৩১ আগস্ট) রাতে। প্রথম দিন সোমবার (১ সেপ্টেম্বর) সকালেই এক জেলের বরশিতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি কোরাল মাছ। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের একটি খালে মো. নিলু হাওলাদের বরশিতে ধরা পড়ে এ মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ী মো. সেলিম খান প্রায় ২০ হাজার টাকায় এটি কিনেছেন। 

নিলু হাওলাদার বলেছেন, তিন মাস পর আবারও সুন্দরবনে মাছ ধরতে পেরেছি। গত রাতে নিষেধাজ্ঞা শেষে আজ নৌকা নিয়ে বনে প্রবেশ করি। প্রথম দিনেই ১৭ কেজির বড় কোরাল ধরা পড়েছে। মাছটি ২০ হাজার টাকায় বিক্রি করেছি। এটা আমার জন্য অনেক আনন্দের। আবার বনে যাচ্ছি। আশা করি, আরো বড় মাছ পাব।

মাছ ব্যবসায়ী সেলিম খান জানিয়েছেন, প্রতিবছর নিষেধাজ্ঞা শেষে মৌসুম শুরুর দিকে সুন্দরবনের খাল ও নদীতে বড় মাছ ধরা পড়ে। এবারের মৌসুমের শুরুতেই ১৭ কেজি ওজনের বড় কোরাল ধরা পড়েছে। খবর পেয়ে সেটা কিনে নিয়েছি। এ মৌসুমে ভালো মাছ পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

ঢাকা/শহিদুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়