ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওসিকে টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকি, আইজিপির কাছে অভিযোগ

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৫
ওসিকে টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকি, আইজিপির কাছে অভিযোগ

ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ওসির বিরুদ্ধে মামলায় ফাঁসানোর অভিযোগ আনেন।

ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকনের বিরুদ্ধে ব্যবসায়ীকে লাঞ্ছিত করা এবং দাবিকৃত টাকা না দেওয়ায় মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইলিয়াছ। 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফেনী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব অভিযোগ করেন। মো. ইলিয়াছ সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পান্ডব বাড়ির বাসিন্দা মো. আব্দুল হাদীর ছেলে।

আরো পড়ুন:

লিখিত বক্তব্যে মো. ইলিয়াছ জানান, গত ৬ আগস্ট শাওন নামে এক ব্যক্তির কাছ থেকে ব্যবসা সংক্রান্ত পাওনা টাকা আদায় ও নিরাপত্তার জন্য সোনাগাজী মডেল থানায় অভিযোগ করেন। একাধিকবার তলব করা হলেও বিবাদী শাওন উপস্থিত না হওয়ায় বৈঠক হয়নি। পরে তদন্ত কর্মকর্তা এসআই গোলাম কিবরিয়াকে নিরপেক্ষ তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানান তিনি। ২৩ আগস্ট হঠাৎ এসআই কিবরিয়া তাকে জানান, থানার ওসি বায়েজীদ আকন এ বিষয়ে সরাসরি বৈঠক করবেন। তবে অসুস্থতার কারণে ইলিয়াছ ও তার স্ত্রী বৈঠকে যেতে অপারগতা প্রকাশ করেন।

অভিযোগে বলা হয়, এরপর থেকে পুলিশ বারবার তাদের বাড়িতে গিয়ে হুমকি দেয় থানায় না গেলে পরিবারের অন্য সদস্যদের ধরে নিয়ে যাওয়া হবে। একপর্যায়ে ২৬ আগস্ট ওসির নির্দেশে জোর করে তাকে থানার সালিশি বৈঠকে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদী হওয়া সত্ত্বেও তাকে কথা বলার বা কোনো প্রমাণ উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি।

ইলিয়াছের দাবি, বিবাদীর কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার পর ওসি বায়েজীদ আকন তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দুই দিনের মধ্যে টাকা দেওয়ার নির্দেশ দেন। টাকা দিতে ব্যর্থ হলে হত্যা মামলাসহ একাধিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, ‘‘অভিযোগকারী আপাদমস্তক প্রতারক প্রকৃতির লোক। পাওনাদারকে টাকা না দেওয়ার জন্যই পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তি নেই।’’

ঢাকা/সাহাব/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়