ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে উদ্ধারকৃত ১০ একর জমিতে বনায়ন 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৫  
গাজীপুরে উদ্ধারকৃত ১০ একর জমিতে বনায়ন 

উদ্ধারকৃত ১০ একর জমিতে বন বিভাগ বনায়ন করেছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর বিটের সাতখামাইর মৌজায় দখলমুক্ত করা বনভূমিতে বনায়ন কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর রেঞ্জের ব্যবস্থাপনায় প্রায় ১০ একর জমিতে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়। এতে বিপুলসংখ্যক বনকর্মী অংশ নেয়।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, “দীর্ঘদিনের আইনি প্রক্রিয়ার পর আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। আমরা জমি উদ্ধার করে সেখানে বনায়ন করেছি। ইতোমধ্যে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।”

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, বনভূমি উদ্ধারের মাধ্যমে সরকারি জমি সংরক্ষণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০০৫ সালে বন বিভাগের বিরুদ্ধে রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন উপজেলার সাতখামাইর গ্রামের সাহাব উদ্দিন মোল্লাসহ কয়েকজন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি আদালত মামলার রায় বন বিভাগের পক্ষে দেন। আদালতের রায়ের ভিত্তিতে জমি দখলে নিয়ে বনায়ন শুরু করে বিভাগ।

এ প্রসঙ্গে মামলার বাদী সাহাব উদ্দিন মোল্লা বলেন, “আমরা আদালতের আশ্রয় নিয়েছিলাম। এখন আদালত যে রায় দিয়েছেন, আমরা সেটি মেনে নিয়েছি।”
 

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়