যমুনায় পানি বৃদ্ধি, ধসে গেল ৩৫ মিটার বাঁধ
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু লোক শুষ্ক মৌসুমে কনক্রিটের ব্লকগুলো তুলে নিয়ে যাওয়ায় বাঁধে ভাঙন দেখা দিয়েছে
যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোতে সিরাজগঞ্জের চৌহালী শহর রক্ষা বাঁধে ধস নেমেছে। মুহূর্তের মধ্যে বাঁধের প্রায় ৩৫ মিটার অংশসহ ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চৌহালী উপজেলার জনতা স্কুল-সংলগ্ন চৌদ্দ রশি এলাকার বাঁধ ধসে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, চৌহালী উপজেলা শহরকে রক্ষা করার জন্য ২০১৫ সালে ১০৭ কোটি টাকা ব্যয়ে এ বাঁধ নির্মাণ করা হয়েছিল। নদীতে পানি বৃদ্ধির ফলে আজ ৩৫ মিটার বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, শুষ্ক মৌসুমে তীর রক্ষা বাঁধের কনক্রিটের ব্লকগুলো কিছু অসাধু লোকজন তুলে বাড়িতে নিয়ে গেছে। এ কারণে চৌদ্দ রশি এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সোলায়মান জানিয়েছেন, নদীতে তীব্র স্রোতের কারণে বাঁধের প্রায় ৩৫ মিটার অংশ ধসে গেছে। তবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধস ঠেকাতে জরুরিভাবে কাজ শুরু করা হবে।
চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাঁধের ব্লকসহ জিও ব্যাগ নদীগর্ভে চলে গেছে। পাউবোর সঙ্গে কথা বলেছি। দ্রুত কার্যক্রম শুরু করা হবে।
ঢাকা/অদিত্য/রফিক