আসামি ছিনিয়ে নিতে হামলা, এএসআইসহ ৬ পুলিশ আহত
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আসামির স্বজনদের হামলায় আহত পুলিশ সদস্য।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় গ্রেপ্তারের পর পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার চালিয়েছে আসামির স্বজনরা। পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ ছয় সদস্য আহত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে হামলা করা হলেও বিষয়টি সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানাজানি হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘‘হামলা হলেও আমরা আসামিকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’’
ওসি জানান, মিজানুর রহমানের নামে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেপ্তারের পরোয়ানা তামিল করার লক্ষ্যে অভিযান চালালে তার স্বজনেরা পুলিশের উপর হামলা চালায়। গুরুতর আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেখ সাদী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০) একাধিক মামলার আসামি। রবিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে বিজয়নগর থানার এসআই নাফিজুল ইসলাম, মশিউর রহমান এবং এএসআই শেখ সাদী তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার পরোয়ানা তামিলের লক্ষ্যে আসামির বাড়ি থেকে গ্রেপ্তার করে। ফিরে আসার সময় পরিবারের লোকজন অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়।
ঢাকা/পলাশ/বকুল