ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে দায়িত্বরত পুলিশের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২ সেপ্টেম্বর ২০২৫  
মৌলভীবাজারে দায়িত্বরত পুলিশের মৃত্যু

এসআই আলমগীর হোসেন ভূঁইয়া

মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় হিট স্ট্রোকে আলমগীর হোসেন ভূঁইয়া নামে পুলিশের এক এসআই (সশস্ত্র)-এর মৃত্যু হয়েছে।‌

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরে শ্রীমঙ্গল থানার মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এসআই আলমগীর। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তার নিজ বাড়ি চট্টগ্ৰামের রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায়।‌ মাগরিবের পর মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশের পক্ষ থেকে এসআই আলমগীর হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।”

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “শ্রীমঙ্গলে সোমবার ৩৭ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ি আরো কয়েকদিন তাপদাহ থাকবে।”

ঢাকা/আজিজ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়