সালথায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুরের সালথা থানা
ফরিদপুরের সালথা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম মর্জিনা বেগম (৩৮)। তার স্বামী বক্কার শেখ (৪৩) এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
নিহত গৃহবধূর মর্জিনা বেগমের বড় ভাই মিজানুর রহমান জানান, সোমবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। এক পর্যায়ে মর্জিনা বেগম ঘরের দরজা বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে বক্কার শেখ ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর ধারালো বটির উল্টো দিক দিয়ে মর্জিনার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বক্কার শেখকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, “পারিবারিক কলহের জেরে বক্কার শেখ তার স্ত্রীকে হত্যা করেছে। আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’
ঢাকা/তামিম/এস