সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত, আঞ্চলিক সড়কে বিক্ষোভ
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫০) নামের এক পথচারী মারা গেছেন। এ ঘটনায় স্থানীয়রা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন বেলাল। তিনি উপজেলার ঘোড়াচড়া গ্রামের মফিজ উদ্দিন প্রমানিকের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার অফিরাস ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে সড়কটিত যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/অদিত্য/মাসুদ