ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৪০

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:১০, ৩ সেপ্টেম্বর ২০২৫
বরগুনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৪০

প্রতীকী ছবি

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাতেমা (৫৫) নামে এক নারী মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই রোগে ৪০ জন আক্রান্ত হয়েছেন।

মারা যাওয়া ফাতেমা বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা ছিলেন। 

আরো পড়ুন:

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার ২৭ জন, বেতাগী উপজেলার একজন, বামনা উপজেলার তিনজন এবং পাথরঘাটা উপজেলার ৯ জন রয়েছেন। 

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১২৮ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৭৯ জন, আমতলী উপজেলায় তিনজন, বামনা উপজেলায় ১৭ জন, পাথরঘাটায় ২১ জন এবং বেতাগী উপজেলায় পাঁচজন এবং তালতলী উপজেলায় তিনজন চিকিৎসাধীন।

বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ১০৮ জন, আমতলী উপজেলায় ৭৭ জন, বেতাগী উপজেলায় ১১৪ জন, বামনা উপজেলায় ২৫৯ জন, পাথরঘাটা উপজেলায় ৪৭২ জন এবং তালতলী উপজেলায় ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৭ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, তিনজনের বাড়ি বেতাগী উপজেলায়, তিনজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং একজনের বাড়ি বামনা উপজেলায় এবং একজনের বাড়ি আমতলী উপজেলায়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, “আজ ডেঙ্গেুতে এক রোগীর মৃত্যু হয়েছে। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে আমাদের ধারণা।”

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “জেলার উপজেলাগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সচেতনতার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ব্যাপক মশক নিধন কার্যক্রম ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়