ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৈকতের ঝাউ বাগান থেকে সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:১২, ৪ সেপ্টেম্বর ২০২৫
সৈকতের ঝাউ বাগান থেকে সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঝাউবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ

কক্সবাজার সমুদ্র সৈকতের গল্ফ মাঠ সংলগ্ন ঝাউ বাগান থেকে মোহাম্মদ আমিন (৩৫) নামে এক সংবাদকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সৈকতের লাইফগার্ড কর্মীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহত মোহাম্মদ আমিন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত জুনু মিয়ার ছেলে। তিনি পেশায় এনজিও কর্মী ছিলেন এবং রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ‘ফ্রেন্ডশিপ’ নামের এনজিওতে চাকরি করতেন। পাশাপাশি ‘দৈনিক প্রাণের বাংলাদেশ’ নামে একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করতেন। তিনি দুই সন্তানের জনক।

নিহত আমিনের ছোট ভাই হিরু জানান, গত দুইদিন ধরে তিনি ঘরের বাইরে ছিলেন। এক সপ্তাহ আগে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আমিন দাবি করেছিলেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, “ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের মারসা পরিবহনের একটি বাস টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে তিনি চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসেছিলেন।”

তিনি আরো জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/তারেকুর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়