ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেপ্তার যুবক 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৫  
কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেপ্তার যুবক 

জিজ্ঞাসাবাদ করলে পরীক্ষায় প্রক্সি দিতে আসার কথা স্বীকার করেন মুহিদ আল কাদের

কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে আসা এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদরের উত্তরন মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মুহিদ আল কাদের (২০) কক্সবাজারের উখিয়া উপজেলার গৌজঘোনা এলাকার শাহ ইউনুসের ছেলে। তিনি কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাকিবুল হাসানের বদলে পরীক্ষা দিতে এসেছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. জসিম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, লিখিত পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাই ও ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে যাচাইকালে এক পরীক্ষার্থীর ছবি ও তথ্যে গরমিল ধরা পড়ে। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রক্সি দিতে এসেছেন বলে স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে মূল পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড এবং নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মো. জসিম উদ্দীন চৌধুরী।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়