ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ৪ সেপ্টেম্বর ২০২৫  
রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীতে সাপের কামড়ে কৃষ্ণ রানি অনিমা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ২ নম্বর বাঁধঘাট এলাকার নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। কৃষ্ণ রানি ওই এলাকার স্বপন কুমার শীলের স্ত্রী। স্বপন কুমার স্থানীয়ভাবে ফটোস্ট্যাট ও কম্পিউটারের ব্যবসা করেন।

আরো পড়ুন:

স্বপন কুমার জানান, সকালে রান্নাঘরে ভাত রান্না করছিলেন কৃষ্ণা রানি। হঠাৎ চিৎকার শুনে সেখানে গেলে কৃষ্ণা জানায়, তাকে সাপে কেটেছে। সঙ্গে সঙ্গে ক্ষতস্থানের ওপরে কাপড় দিয়ে বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স রিনা সমাদ্দার বলেন, ‘‘সাপে কাটা রোগীকে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসার পরই চিকিৎসা দেওয়ার পাশাপাশি রক্ত সংগ্রহ করেছি। পরে চিকিৎসক ডা. মশিউর রহমানের নির্দেশে এন্টিভেনম দেওয়া হয়েছে। চিকিৎসা দেওয়া সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়