ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোনায় অফিস সহকারীকে মারধরের অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ৪ সেপ্টেম্বর ২০২৫  
নেত্রকোনায় অফিস সহকারীকে মারধরের অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস সহকারীকে মারধরের অভিযোগে অমিতাভ বিশ্বাস (৩৫) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার অমিতাভ খালিয়াজুড়ি উপজেলার কাদিরপুর গ্রামের অমর চন্দ্র বিশ্বাসের ছেলে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা কথা জানান মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ।

ওসি জানান, গত বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যান অমিতাভ বিশ্বাস। সেখানে অফিস সহকারী মোহাম্মদ রাসেল হায়দারের কাছে নিজেকে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা দাবি করেন তিনি।

রাসেল হায়দার এতে রাজি না হওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দেন অমিতাভ। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে অফিসের অন্যান্য কর্মচারীরা এসে অমিতাভকে বের করে দেন।

ওসি আরো জানান, এরপর একই দিন দুপুরে অফিস সহকারী রাসেল খাবার খেয়ে অফিসের ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলে অফিস প্রাঙ্গণে থাকা একটি গাছের ডাল ভেঙে তাকে বেধড়ক মারধর করে আহত করে অমিতাভ। তার চিৎকারে অফিসের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহত রাসেল হায়দার বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত অমিতাভ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

ঢাকা/ইবাদ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়