নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর রায়
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। সবাইকে সজাগ থাকতে হবে। দেশে নির্বাচন যত বিলম্বিত হবে, স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।’’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা নৈতিক ও রাজনৈতিকভাবে অপরাধ। ধর্ম কারো একক মালিকানা নয়—ধর্ম মানুষের আত্মিক সম্পদ, তা দিয়ে ভোটের ব্যবসা চলতে পারে না। সব ধর্মের মানুষ যেন সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই রাজনীতির দায়িত্ব।”
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহীন রহমান, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা প্রমুখ।
ঢাকা/শিপন/রাজীব