বিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালু রেখেই ভোজের আয়োজন, ছিলেন অপু বিশ্বাস
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার খোকসায় বিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা চালু রেখেই ভেতরের মাঠে প্যান্ডেল করে ভূরিভোজ আয়োজনের অভিযোগ উঠেছে রিপন হোসেন নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্ব) উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে অতিথি হিসেবে যোগ দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
উপজেলার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রিপন হোসেন তাদের দলের কেউ না। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার তার নেই।
রিপন হোসেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসী জানান, বিএনপি কর্মীদের আপ্যায়নের জন্য বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিদ্যালয়ের ভেতরে দুইটি গরু জবাই করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রায় ৫০টি পাত্রে সাত মণ মাংস ও আট মণ চালের বিরিয়ানি রান্না করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘বিরিয়ানির গন্ধে ছাত্রদের ক্লাসে আটকে রাখা যাচ্ছিল না। ওরা বারবার ছুটে যাচ্ছিল বাবুর্চির কাছে। তাদের কয়েক দফায় ক্লাসে নেওয়ার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।”
স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, স্কুলে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর প্রথম সাময়িকী পরীক্ষা চলছিল। খাবার রান্না করার স্থানের পাশেই ছিল শিশুদের শ্রেণিকক্ষ। সেখানে ক্লাস নেওয়া ও শিশুদের ধরে রাখতে কষ্ট হচ্ছিল। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক জানান, যখন যে দল ক্ষমতায় আসে তারাই ইচ্ছেমতো বিদ্যালয়ের মাঠে দলীয় প্রোগ্রাম করেন। বিদ্যালয়ের আঙিনা হরহামেশা রাজনৈতিক দলের কাজে ব্যবহার হচ্ছে।
অনুষ্ঠানের বিষয়ে আয়োজক রিপন হোসেন জানান, তার অভিজ্ঞতা কম। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার জন্য তার দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নেই।
খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “আমার কাছে ফোনে মাঠ ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। আমি ইউএনও স্যারের কাছে যেতে বলি। তারা স্যারের কাছে থেকে কিভাবে অনুমতি নিয়েছেন তারাই জানেন।”
খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিপন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রিপন নিজেই বিএনপির কেউ না। অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার তার নেই।”
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির সরকার বলেন, “রিপন বিএনপির কেউ না। তার কাজের কোনো দায় বিএনপি নেবে না।”
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন জানান, আয়োজকরা তাকে ভুল বুঝিয়ে অনুমতি নিয়েছেন। ভূরিভোজের বিষয়ে প্রধান শিক্ষক তাকে কিছুই জানাননি।
ঢাকা/কাঞ্চন/মাসুদ