ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২৫
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সঞ্জয় মণ্ডল ও শ্রাবণী ভাদুড়ি

রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুড়ি (২১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত তার স্বামী সঞ্জয় মণ্ডল (২৫)  ঢাকার হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে মধুখালিতে নিজ বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানিয়েছেন, সঞ্জয় মণ্ডল ফরিদপুরের মধুখালি উপজেলার জাননগর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শ্রাবণীকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শরীফ ইসলাম জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শ্রাবণীর মৃত্যু হয়। গুরুতর আহত সঞ্জয়কে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া হয়েছে। নিহত শ্রাবণীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নিহত সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুড়ি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়েছে। আহত ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা/রবিউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়